অনুসন্ধিৎসু নেত্রপল্লব
আমি তোমার কাছে চেয়ে নেবো তিমিরাচ্ছন নিভূ নিভূ অজস্র রাত;
মহাজাগতিক আলোক দিয়ে রাঙিয়ে দিবো।
শিশিরধৌত সবুজ ঘাসের প্রেম দিয়ে ললাটে তোমার আঁকিবুঁকি করবো দীপ্তিময় চন্দ্রমা,
অতীতকাল গুলো হয়ে উঠবে ফ্রেমেবন্দী প্রিজমা!
তোমার হেটে চলা পথের ধারে লুকানো ঘাসফুল,
তোমার নয়নের কাজল থেকে ঈষদুষ্ণ আঁধারচিত্র কেড়ে নেবো।
এভাবেই নিয়ম ভেঙে মহাজাগতিক রঙ এ তোমাকেই রাঙাবো!
তোমার কাছেই চেয়ে নেবো শূন্যে ভেসে থাকা কথামালা; কর্ণকুহরে শ্রুতিগ্রাহ্য তখনি যা হয়নি আজও বলা।
ঐশ্বরিক নগরিতে কোন নীলাভ পরীর দেশে তুমি লুকিয়ে শুভ্রবসন পরীর বেশে!
আমি তোমাকেই খুঁজে নেবো।
প্রকৃতিকে ফাঁকি দিয়ে মহাজাগতিক কোলাহল মুক্ত গৃহে লুকিয়ে অনন্তকাল তোমাকে আমার করে রাখবো!!!
আমি তোমার কাছেই চেয়ে নেবো........