তোমার শাড়ির আচঁলে যদি রোদ লুকিয়ে থাকে তবে আমি চাই তোমার চোখের জলের আঁধার,
আমাকে তবু মুক্তি দিয়ো না তোমার সেই বৃষ্টিস্নাত রাত থেকে।
আমাকে তুমি এক পশলা মেঘ এনে দাও,
আমি উড়ে বেড়াবো সমীরণকে বুকে আগলে....
তবুও তুমি আমাকে মুক্তি দিও না।
তোমার নিঃশ্বাসে যে ধূলিকণা ভেতরে প্রবেশ করে তার মাঝে লুকিয়ে থাকি আমি,
কখনো কখনো তোমার স্বপ্নালোকে দেই চুমি!
আমাকে তা থেকে বঞ্চিত করো না।
তবুও তুমি আমায় মুক্তি দিয়ো না।
আমাকে তোমার মাঝেই অমরত্ব লাভ করতে দাও।
আমাকে তোমার বুকে আবদ্ধ করে নাও।