দিংগুলোর নাম নেই
আমি ফিরে পেতে চাইনি সেই ফেলে আসা দিনপঞ্জিকার রঙিন পাতাগুলো,
সেখানে জমে থাক ধূলট কলমের দাগ,
মুছে যাক যত আলতো হাতের পরশ....
মহাকালের শপথ হয়ে থাক যত ছিন্নমূল।।
সে কখনো আমাকে জানতে চায়নি!
অতীতবেত্তা আমি নই,আর কোন দায় নেই আমার।
যত্রতত্র পড়ে থাকবে আমার দেয়া কথামালা,
সে কোন দিন ঘুম থেকে জাগবে না।
দেয়ালে এখন দিনপঞ্জিকার বসন্ত এসেছে,
খাঁচাছাড়া বিহঙ্গ দুটো আকাশীরং ধারণ করে শিষ দিয়েছে মৃত্যুভয় জন্মানোর আগেই....
যখন তুমি নীল প্রজাপতি হয়ে এসেছিলে বরফগলা ঢেউ গুনতে,
তুমি পারোনি বেঁচে থাকা মেঘেরডাক শুনতে.....
তখনো দিনপঞ্জিকাতে সেই সময়গুলো বন্দী ছিল;
ছিল সুন্দর যুবকদের আনাগোনা.....
সেসব ছিল অস্পৃশ্য কল্পনারস।
আমি তো তখনো প্রতীক্ষারত পাথর হয়ে জেগে ছিলাম.....
তবুও তুমি ফিরে আসো নি;
তুমি ছিলে মিথ্যেবাদি,প্রাণহীন এক পুরুষ !!