এ যেন তোমার মিছে প্রতীক্ষা


দু-চারটে শব্দকে জমিয়ে রেখেছিলাম;
সেগুলো তোমার শ্রাব্যতার সীমা অতিক্রম করেনি।
সন্ধি -কারক-প্রকৃতি-প্রত্যয় ব্যাকরণগুলো
আগেও লাগেনি ভালো যা আজও;
মাঝখানে চোখের জলে বরফ গলে যায়....
আবর্তন করা হেমন্তকাল-বসন্তকাল
শুধু জমে ছিল বর্ষার কদম ফুল,
মাঝখানে বৃষ্টির জলের থেকে শরীরটা বেশি ভিঁজে যায় চোখের জলে!
ফিরে এসেছিলে ততদিনে চুলের পাক হয়েছিল ত্বরান্বিত; সেগুলো ছিল অপেক্ষার প্রহর গুনতে গুনতে ক্লান্ত।
আগেও লাগেনি ভালো যা আজও।
মাঝখানে রাস্তার বুকে মৃত্তিকার স্থলে পাথরখন্ড।
শুনেছি সেদিন উৎপলকে বলেছো দেখা করার অভিলাষ নিয়ে;
এ আশা বড় মিছে!
চোখ দুটো শরৎ-এর মেঘ হয়ে যাবে,
মাঝখানে চোখের জলে বরফ গলে নদী!!
আগেও লাগেনি ভালো যা আজও....