তুমি বিলাসী হয়ে মিলিয়ে যাওয়া হিমাংশু-সন্ধ্যা;
তুমি নাগরিক কোলাহলে যাত্রী-ছাউনিতে একান্ত অপেক্ষা।
তুমি পুষ্পপল্লবের গর্ভাশয়ে জাগ্রত সালেকসংশ্লেষন,
তুমি বসুন্ধরার কোলে রোজ সকালের উষ্ণ অভিনন্দন।
তুমি ছায়াপথে ভেসে বেড়ানো নক্ষত্রদের দল,
তুমি কিশোরীর চোখে বয়ে যাওয়া জলে আঁখি ছলছল।
তুমি স্বপ্নবাজ কোন তরুনের উদ্দাম পরিকল্পনা,
তুমি হাসিমুখে দুঃখনদীর সাথে অবিরাম প্রতারণা।
তুমি স্মৃতির মাঝেই লুকিয়ে থাকা প্রেম-পূজারি,
তুমি স্বপ্নের বায়োস্কোপে মুহূর্তে বদলে যাওয়া ছবি।
তুমি আয়নার প্রতিবিম্বে লাজুক শিশুর হাসি,
তুমি আমার আমি হয়ে থাকা অনুচ্চারিত শব্দ ' ভালোবাসি'।