মা বারবার ফোন দিচ্ছে, আমার পাশেই ফোন, আমি ধরছি না
ফোনের ডিসপ্লেতে বড় করে লেখা “আমার মা”, জ্বলজ্বল করে যাচ্ছে।


কতদিন মায়ের কন্ঠ শুনতে পাই না, বাড়ি ছেড়ে কবেই চলে এসেছি
বাবা আমাকে ত্যাজ্য করেছে, এই মুখ দেখবে না বলে দিয়েছে মুখোমুখি।


আমার স্ত্রী আছে এখন, আমার বাহুডোরে নিবিড় পরশে, থলথলে
নারীমাংসের স্বাদ আমি পেতে চাইনা আর, আমি নিরামিষাশী হবো,


আমি আমার মায়ের ডাক শুনতে চাই, ফোনটা এখনও জ্বলে যাচ্ছে
কেউ ধরছে না কেন, আমার মা, আমার মা ফোন দিয়েছে তো !