আমাকে পোড়াও
বিরহের আগুনে পুড়েই আমি শুদ্ধ হতে চাই
শতাব্দীর অন্তিম পঙ্কিলতার পাপ থেকে;
ওখানে চাঁদের প্রান্তরে আজ বড় কষ্টের মূঢ়
হা ওখানে ওই হৃদয়ের কাছে
আজ বড় বেশিই পতন আর পচন ধরেছে।।
তাই আমাকে পোড়াও
আরো বেশি যন্ত্রণায় দগ্ধ করা চেলাকাঠে পোড়াও
হেঁয়ালি করে যেন রেখো না কিছুই পোড়াতে বাকি
নক্ষত্রের ভিড়েই ছাপা পড়ুক আমার হৃদয়ের আর্দ্রতা।।
আমাকে পোড়াও
কঠিন দুঃখের অগ্নিবাণেও পোড়াও
চিরতরে শেষ হয়ে যাক নিঃসঙ্গ দায়িত্বহীন হৃদয়ের
অপরিচ্ছন্ন প্রেম প্রিয়তর স্পর্শ গুলো।।
আমাকে পোড়াও
আকাশ গঙ্গার জ্বলন্ত জলের তোরে
পুড়ে ছাই হয়ে ভেসে যাক ঐ হৃদয়ের মাধুর্য
ধ্বংস হয়ে যাক সেচ্চাচারি হৃদয়ের নষ্ট ভালোবাসা।।
আমাকে পোড়াও
ধোয়ার কুণ্ডলী পাকা দুঃখের ছাইচাপা আগুনে
আরো একটু পেট্রল ঢেলে দাও
হৃদয়ের নীল রক্তনালী গুলো পটপট করে ছিঁড়ে যাক।।
আমাকে পুড়াও
আরো বেশি কষ্টের, যন্ত্রণার, দুঃখের, অনীস্পিত আগুনে
পোড়াতে পোড়াতে এই বিষাক্ত কুটিল হৃদয় কে
শুদ্ধতা পরিপূর্ণতায় ভরিয়ে দাও।।