ব্যাঙাচির তিনটা দল তিন দিকে...


একটা দল মরার ভান ধরে পড়ে আছে!
মাঝে মাঝে গান ধরে
আল্লায় দিলে আমি খাই
আমার চাওয়ার কিছু নাই।


আর একটা দল খুব লাফাচ্ছে
লাফাতে লাফাতে চিৎপটাং ...


আর একটা দল
ছাতার নিচে বসে বসে
বাকি দুই দলের মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে।।