আমি গরিব মৃত্যুর ভয় আছে যত
ক্ষুধার রাজ্যে পৃথিবী যে আমার কাছে
একটা মিষ্টি কমলা লেবুর মতো।।

চৈত্রের কুয়াশায় অনাগত দিন প্রহর গুনে শূন্যতার
সমস্ত পৃথিবী যখন লকডাউনের ভেতর
বাহিরে যেন মৃত্যুর দাপট ভেতরে হাহাকার।।

তুমি তো কোটিপতি; চিন্তা কি আর বল!
ঘরে আরাম-আয়েশে আছো ভালই তো অট্টালিকার ভিতর
মরছে মরুক ঐ কৃষক মুটে মজুরের দল।।

এইবার এসেছে চিন্তার অবসর মনে হয়
অনুভব করে যদি অন্ধকার ঘরে আজ কেউ
মানবতার প্রেম ভাঙবেই করোনার বলয়।।

মৃত্যু ও ক্ষুধা মানে না তো ভাই গরিব আর ধনী
এই সুন্দর ধরণীতে মানুষ মানুষের জন্য
তাই একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না??