তোর চোখ, পড়তে পারি জেনে কতশত রঙ খেলে গেছে কাব্যে
কত না জানা আবদারে ভাসিয়েছি নিজের গোধূলি বিকেল
সেই ভ্রম ভেঙ্গে যখন চোখ মেললাম, রাত্রির মায়াজালে যখন ছায়া ভেঙ্গেছে
শত কাব্যের ভুল কি তবে অযথায় লিখেছি
যেখানে শূন্যে হাতছানি দেওয়া আমার চারপাশ মুক্ত কলরবে মুখরিত
আমার বেলা শেষে, যেখানে তুই থাকবি বলে, শত পাতা কলমে ভিজিয়েছি
সেখানে আজ তোর কত অভিমান,
বেমানি আসমান টাও কি জানি বলবে বলে, আজও তোর পিছু ছাড়ে নি
সেই না বলা স্রোতে কত কথা জমে গেছে, তবুও ঢেউ ভাঙ্গেনি
আদেখা তোর সেই আলপনা, আজও চোখে লেগে আছে
ইটের আড়ালে ফেলে আসা ভালো লাগা, আজ বড় কঠিন মনে হয়
সেই অভিমান  কি আজও তোর গালেই লেগে আছে
তোর চোখ পড়তে পারি , সেই প্রথম থেকে শেষ অবধি