চলতে চলতে থমকে পথের দ্বারে
সোডিয়াম আলোয় কিসের ছায়া??
দুই হাত বাড়িয়ে ,ছুবার আগেই মিশে যাওয়া আলোয়
হারিয়ে ফেলেছি কোনো এক রাতে
এক জোড়া চোখ,জল গড়িয়ে
শিশিরসিক্ত ঘাসের বুকে
খুঁজে পাওয়া সেই ছায়া
কাজলের ছোঁয়ায় গহীনে আমার আধার, খুঁজেছি
শুন্য পথে পথিকের মনভুলা ঠিকানা
ক্ষণিক আলাপনে
রক্তিম ঠোটে হাসির ছন্দে খুঁজে পাওয়া সেই রাত
সুদূর থেকে সুদূরে ভেসে আসা সুদূরিকার অচেনা ডাকে
ফিরে আসে আমার সেই রাত
এমন নিশীথ ছোঁয়ায় তার শিহরনে আবার ভালবেসেছি
আমিও ভুলে ছিলাম
তার কাব্যে
তার স্রোতে ছিলাম ভেসে
আজস্র কল্পনায় রাত কাটিয়ে
তার চোখে,মৃত্যু দেখেছি
বাহু বন্ধনে,ছায়া দেখেছি
রঙ মেখেছি তার রাত হয়ে
সোডিয়াম আলোয় ছায়া পরেছে
দেখো,
ঐ শুন্য রাজপথে...