দিন সপ্তাহ কিংবা মাস নয়
বছর বছর কেটে গেছে তোমার অপেক্ষায়
সেইদিন শেষ আলাপে, তোমার চোখের কোণায়
কি যেন জমে ছিল, সে কি অশ্রু
না, সে তোমার আমার জমে থাকা কথা গুচ্ছ
বহু দিনের অভিমানে জমে থাকা রাগ
সেই বোকা বোকা স্বভাবের মেয়েটাও আজ সিক্ত?
কি জানি? বিদায় বেলা হয়ত এমনি!
যেমনি আচমকা ঝড়ে ,মেঘ গুলোর ছুটে বেড়ানোর শেষ হুংকার
অবুঝ তুমি, কি এখনো সেখানেই পড়ে আছো
রিক্ততায় ভেজা কাশফুলে,
যেখানে তুমি নিজেই গেছো
ধুলাবালি জমা ফ্রেমে ... এখন যে আমি অস্পষ্ট
সেটা কেই বা ভেবেছিল?
নাহ, এবার হোক প্রনয় অভিশাপে তোমার আমন্ত্রণ
তুমি থাকো দুঃখ বিনয়ে
নিদ্রাহীনে তোমার চোখও হোক শিথিল
আমি না হয় আজ চললাম
কোনো গন্তব্যহীন অজানার পথে