তুফানের তান্ডব ধ্বংসলীলা
সাগরের বুকে কষ্টের পাহাড়
কান্নার ঢেউয়ে উপকূলে জলোচ্ছাস,
ভাসিয়ে নিয়ে যায় সবই।


ঝড়ো বাতাসে
ঘর-বাড়ি, গাছপালা সব
নিমিষেই ধ্বংসস্তুপ।
ক্ষত বিক্ষত জনপদ,
অসহায়ের বুকে চাপা কান্না,
সাহায্যের যে হাত কাড়ে সম্ভ্রম,
ত্রাণ লোটেরা, এরা যে তুফান।
তুফানেরাই সমাজের রন্ধ্রে রন্ধ্রে
তুফানদের শাসিত সমাজে,
আমরা আজ, ন্যাড়া সমাজবাসি মাত্র।