"মাইনে বাড়ানো হয়েছে, দূর্নীতি বন্ধ কর।"
উপরের নির্দেশে বিচলিত, অস্হির।
কত দিনের অভ্যেস, চাইলেই কি ?
পরিবর্তনেরও তো একটু সময় চাই।
কথাটি শুনেই, গিন্নিতো রেগেই আগুন।
যেন তেলে-বেগুনে গরম উনুন, বলছে-
"এই ব্যাটা মাথামোটা, মাথা কেন ঘামাও অকারণ ?
অভ্যেস! অনেক দিনের...
চালিয়ে যাও, পরিবর্তনের কি আছে প্রয়োজন ?


বললাম আমি, শোন গিন্নি একটু ভেবে দেখ,
দূর্নীতিটা এখন আর সোজা কথা নাকো ।
গিন্নি বলে," কথার কথা ।"
বললাম আমি-
কথার কথা, সত্যি যদি হয় ?
আম-ছালা সবই যাবে, কি হবে উপায় ?


গিন্নি বললো মুচকী হেসে-
"সত্যি ভাবো কোন বিশ্বাসে ?
ঘুষ-দূর্নীতি বন্ধে সদিচ্ছার দরকার,
এর সাথে সম্পর্ক আছে কি কোন, মাইনে বাড়ার ?
বেড়েছে কি শুধুই তোমার? সৎদেরও সমান।
বলতে পার, দূর্নীতির কাছে সততারই অবমূল্যায়ন।
দূর্নীতি দমন- কথার কথা ওসব বাজে,
চালিয়ে যাও, মন দাও গিয়ে আগের কাজে।"


ভাবছি আমি গিন্নির কথা, নয় অযথা
রয়েছে অনেক কারণ-
মাইনে বাড়ানো তবে কি ?
দূর্নীতিতেই উৎসাহ প্রদান ?