শেষ দেখা...
দেড় যুগ পেরিয়েও বছর পার
প্রথম পত্র আজই প্রথম ,
হাতের লেখা, অবিকল আগেরই মতন
লেখা বলছে, বদলায়নি ভেতরটাও তোমার।


"চাওয়া-পাওয়া?"
মিছেই এ ভাবনা তোমার,
হৃদয় জুড়েই থাকো সদা,
বলো, চেয়ে কিবা আছে পাওয়ার?


"অভিমান, অনুযোগ?"
সন্দেহ থাকেই যদি, বলবো
নিজের থেকেও বেশি যাকে...
যার প্রতি অগাধ বিশ্বাস,
তার তরে অভিমান, অনুযোগ ?
যায় কি করা কখনো ?
হয়তো পারনি বুঝতে, না হয়
বুঝাতে, আমিই পারিনি ।


ভুলে গেছি?
কি করে ভুলে যাই বলো?
ইচ্ছে করলেই কি সব ভুলে থাকা যায় ?
স্মৃতিতে সেই সব...
আজও অমলিন, রবে অম্লান চিরদিন।
ভুলতে পারনি আমি
জানি, তুমিও পারবেনা কোনদিন।


তুমিহীনা কেমন আছি?
তুমিহীন শ্বাস, কি করে বিশ্বাস রাখিলে বলো হায়!
ভালো আছি, মুখে বললেই কি তাকে?
ভালো থাকা বলা যায় ।
মনের মানুষ মনের ঘরে, নিত্য যদি গো রয়
সুখী হতে এরচেয়ে সুখের, সুখ কি কিছু হয় ?
এমনি করেই আমার হয়ে থেকো আজীবন
হে বন্ধু, সুখে থেকো,
সময় হলে আবার, লিখিও দু'কলম।