পুলিশের টিয়ারসেল লক্ষভ্রষ্ট হয়নি,
সোজা সিদ্দিকুরের চোখ,
এক চক্ষু একেবারেই নষ্ট,
অপরটি!
নিশ্চিত-অনিশ্চিতের দোলাচলে, উন্নত চিকিৎসা চাই
চিকিৎসার জন্য বিদেশ যাত্রায়, বিদায়ের কালে
খোদার তরে মায়ের সকরুণ মিনতি-
“আল্লাহ আমার ছেলের চোখ ভিক্ষা দাও।
আমার ছেলের চোখ ফিরায়া দাও।”


পুলিশের প্রতি  অভিশাপও করতে পারতো-
হে আল্লাহ ঐ পুলিশকে তুমি অন্ধ করে দাও,
নাহয় পুলিশের সন্তানকে ।
কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি যে মা,
একজন মা, অন্য মায়ের সন্তানেরও অমঙ্গল চাইতে পারেনা।
পুলিশ, তুমিও কোনো মায়ের সন্তান,
তোমার সন্তানও, আমরাও প্রতেকেই ।


পুলিশ দোহাই তোমার, নির্দোষের প্রতি করিওনা অবিচার।
দোষীকে শাস্তির আওতায় নিও
তাতে মায়েরাও শান্তি পায়।
সকল মায়ের আশীর্বাদ তুমিও নাও।