‌নিজ ধ‌নে তু‌ষ্টি না‌হি কভু,
পর ধন কাতরতায়।
ক‌রিয়া মূল্য প্রসারন
অনুপা‌র্জিত লা‌ভে মত্ত সর্বদায়।


প্রদানকারী ক‌র্মে লই নিযু‌ক্তি
দাতার স্ব‌রে ধ্ব‌নি উক্তি,
গ্রহনক্ষম‌কে ক‌রি‌তে নিগ্রহ
অশাস্ত্রীয় বিধা‌নে প্রমত্ত রহ।


র‌চি‌তে অমরকানন
শয্যাসহচ‌রে ক‌রিয়া প্রবঞ্চন,
‌কোন স্বর্গ বা স্ব‌র্গোদ্যান,
র‌চিত হ‌য়ে‌ছে কোথায়, কখন?


পূণ্য‌লোক র‌চিবার ত‌রে
পরবাসী ইহ‌লো‌কে,
প্র‌লোভ‌নে, পরশ্রীকাতরতায়,
হে পরবাসী,
শুধুই গ‌ড়িয়াছ নিরয়।