সময়!
যেন তেজস্বী ঘোড়া, ক্ষিপ্রগতি।
যায় না বাঁধা, না যায় ফেরানো।
মধুর স্বপন, যেন মিলন অনুক্ষণ
সময়ের নিষ্ঠুর ক্ষিপ্রতায় হেথা
করি স্বপ্ন সংকোচন ।
মন্দ সময়, মন্দ ঝড়ই বহে তখন
তাই সময়ের প্রয়োজনে, দুই মেরুতে দু'জন।


সময় বদলায়, সুসময় আসেও বটে
ঝড়ও আসে আনন্দে, তবুও যেন সুখের নয়।
শত আনন্দেও যায় না গড়া, যদি ভাঙ্গে বেদনায় ।


আজ, বড্ড গতিহীন সময় স্হবির মনেহয়।
জানি,'সময় কারো জন্য অপেক্ষা করেনা়'-
তবুও  কেন আজই?
সময়ের অপেক্ষায় আমার, কাটেনা সময়?


মনেরেখো ভাই,
স্বপ্ন গড়তে সময়ের সাথে দিবে পাল্লা
স্বপ্ন দেখে দেখে যেন, সময় না হারায়।