বন্ধুতের দিন রড়ই রঙ্গীন
জীবনে আসিবে কষ্ট তোমার সাথে আমার বন্ধুতের শেষ দিন
বন্ধু তুমি আসলে আমার জীবনে খুব তারা তারি
আমার এ জীবনে তুমি হোয়ছ বন্ধু খুব তারাতারি
নেই কন হিংসা বন্ধু তোমার মনে তাই তুমি বন্ধুত কোরেছ আমার সনে
দেখিনি বন্ধু তোমাকে কভু এ চোঁখ দিয়ে তাই লিখলাম কিছু কথা তোমাকে নিয়ে
ভুল হলে করিও ক্ষমা এই ক্ষুদ্র কবি তন্মায় কে
ক্ষুদ্র কবি আমি বন্ধু জানিনাকো ভাষা কি দিয়ে পোরাব বন্ধু তোমার মনের আসা
তাই বন্ধু বোলছি তোমাকে ভুল কিছু লিখলে করিও ক্ষমা