৭১ এর স্বাধীনতা নয় কোন অশ্রুতপূর্ব গল্প
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জন  নয় সল্প।
স্বাধীনতার তরে কত পার্বতী হয়েছে বীরাঙ্গনা,
লাল সবুজের পতাকা আজ এদের সান্তনা
পঁচিশ সাল বাংলাকে ছোষেছে পাকিস্তানি হানাদার
হায়েনারাও হয়তো নয় ওদের মত কদাকার,
ঘৃন্য রাজাকার নামক কুত্তাদের করে সাথে
শান্ত্রী কাপুরুষের মত নেমেছিল অস্ত্র হাতে।
চেয়ছিল ওরা সোনার বাংলাকে করতে হৃতসর্বস্ব
শান্তপ্রিয়  বাঙ্গালীদের ভেবে বসেছিল মুমূর্ষু।
হায়েনেরা ভেবেছিল বাঙ্গালীর রক্ত আজীবন পেয়;
অকুতোভয় বীরেরা প্রমাণ করল বাঙ্গালীদের অজেয়।