বায়ান্ন আমার ভাইয়ের দক্ষিণ বাহু তর্জনী স্লোগান
মাতৃভাষার তরে জীবন দিয়েছে বীরপ্রসূর সন্তান।
তাদের তরে আমি গেয়ে যাই সৃত্বির একুশের গান,
ভাইয়েরা আমার মাতৃভাষার লাগি দিল নিজ প্রাণ
ইতিহাসে আর কোথাও নেই ভাষার  লাগি এত টান
বৃথা হইতে পারে না আমার ভাইয়ের রক্তের দান।
জগৎজুড়িয়া যখন বাংলা ভাষার মান সমৃদ্ধে ভরা
আমার ভাষারে বিকৃতি করিতে চায় ওরা কারা বর্ণচোরা।
অজ্ঞাতকুল জাতকেরা দিয়েছে আবার নতুন হানা,
বাংলাদেশে জন্মিয়াও বাংলা নেই যেন ওদের জানা
বাঙ্গালী হইয়াও আদিখ্যেতা দেখায়  ভিনদেশি ভাষায়,
চশমখোরের দল যায় না কেন এদেশ ছাড়ি অগস্তযাত্রায়।