কেমন যেন এলোমেলো সব
ঝড়ের পরে বিদ্ধস্ত নগরীর মত
যুদ্ধ শেষে পরাধিন দেশের মত
সব যেন বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে
লিখতে চাই বলতে চাই
কিন্তু সব বোবা স্বপ্নের মত
ভিতরেই মরে যায়।
জোর করে করা আবৃত্তিরাও-
এখন আর প্রাণ পায় না।  
আমি হারিয়ে যাচ্ছি
তলিয়ে যাচ্ছি।
সময়ও এখন আর আমাকে
সময় দিতে চায় না।
বোবা কান্নারা বুকের ওপর জাপটে বসে।
চারিদিক থেকে বড় দম বন্ধ লাগে।  
কোথাও বাতাস নেই
কোথাও প্রাণের রসদ নেই।
আমাকে প্রাণ দাও
আমাকে আমার মত করে বাঁচতে দাও।
কেন একা আমার তরেই এই খাঁচা!
কেন একা আমারই হাত পা বাঁধা!
কেন একা আমিই পেতে পারিনা খোলা আকাশ!
আমি এই মৃত্যুর আহাজারিতে
ডানা ঝাপটাতে ঝাপটাতেই কি মরে যাব?
কিছুতেই নিজের মত করে-
গলা ছেড়ে কোনদিনই
গাইতে পারব না আমার গান!
আলো নেই বাতাস নেই
নিঃশ্বাস টুকু নেওয়ার ও নেই পর্যাপ্ত সময়।
আমায় ভবঘুরে হতে দাও।
আমায় আমার মত ছেড়ে দাও।  
প্রতিদিনের উৎকন্ঠাময় এ জীবন!
হায়!
আমায় পাখির সঙ্গে গান গেয়ে
ঘাসের সঙ্গে দোল খেতে খেতে
বাঁচতে দাও।
❤️❤️
১৮ মার্চ ২০২২