তোমাদের ভুলব কেমন করে ওহে বীর সেনা
তোমাদের ঋণ কোনদিও শোধ হবেনা।
তোমরা দিয়ে গেছো মাথা গোজার ঠাঁই
কি করে ভুলব তোমায়, তোমাদের ভুলি নাই।
তোমরাতো জীবন বাজি রেখে পৃথিবীর মানচিত্রে
রেখে গেছাে বাংলাদেশের নাম।
ভেবনাকো বীর
ভুলবেনা এদেশের মানুষ তোমাদের অবদান
তোমরা রবে চির সবুজের মাঝে হয়ে অম্লান।
কি করে ভুলব তোমায়, তোমাদের ভুলি নাই।
ক্ষুধার যন্ত্রনা পেটে নিয়ে,কষ্টের পাহাড় বুকে বেঁধে
প্রিয়তমার কথাও রাখনি মনে
ছেলে,মেয়েদের অবলিলায় ফেলে গেছো
এ দেশের মুক্তির আশায়,
ভেবেই পাইনা এর প্রতিদান কি করে দিয়ে যাব তােমায়
এত বড় ত্যাগ কজনে বা করে
তোমরা যা দিয়েছো বিনিময় হতেই পারেনা
শুধু জানাতে চাই বীরের সম্মান।
আর শ্রদ্ধা ভরে জানায় লাখ কুটি সালাম।
তোমরা বীর তোমরা মুক্তির দিশারী
তোমরা আশার নির্মাতা
তোমাদের হাতেইতো এ দেশ গড়া
তোমাদের জন্যইতো পেয়েছি
মাথা উচু করে কথা বলার অধিকার
তোমাদের জন্যইতো পাওয়া শ্রেষ্ট উপহার
এই সুন্দর বাংলাদেশ আমার।