একদিন আমি হয়তো হারিয়ে যাব
এই পৃথিবীর নিষ্ঠুর মায়া জাল ছিঁড়ে
রাখবেনা মনে আমার নামটিও
হয়তো কেউ কেউ।
তবুও আশায় বাঁধি বুক
তারাতো রাখবেই মনে
দিয়েছিলাম যারে
হয়তো কোনদিন এক ফোটা সুখ।
আমি অধম নাইবা পেলাম জীবন দ্বশায়
তাদের কাছে হাসিমাখা মুখ।
কান্নার অগচরে লুকিয়ে দেখবে আমায়
আর বুঝবে সেদিন হারানোর দুখ।
তাতেই আমি খুশি,
হয়তো হবে সেটাই আমার সুখ।
তুমি ওগো সুখে থেকে
আমার বুকে জ্বলে জলুক আগুনের নিলিহান শিখা।
তোমার নামটিও আর নিবনা মুখে
কেমনি দিলে এত বড় ব্যেথা
আমিতো আশ্রয় চাইনি তোমার কাছে
বরং তুমি চেয়েছিলে বাঁচতে আমায় নিয়ে।
এত এত অভিনয় আরো কত খেলা
দেখলাম আমি তোমার অভিনয়ের মেলা।
হায়রে কপাল আমার
পেয়েছিলাম তোমার মত মানুষের ছোঁয়া
নয়তো অপূর্ণতায় থেকে যেত আমার জীবন বেলা।
আড়ালের বেলা লুকিয়েই রবে
সূর্যটা উকি দিবে মাঝে মাঝে আকাশের কোন এক কোনে
তবুও ঘোর কেটে যাবেই
ভেবনা তুমি আসবেই নতুনের জ্বয়গান।
তুমি নেই তাতে কি
আমার সাজানো স্বপ্ন আমি হতে দিবনা ম্লান।
চেয়েছিলে কত কত প্রমাণ
পারিনি দিতে সে দিন উত্তর তোমার,
আজ বলে গেলাম পেয়ে যাবে
প্রস্তুত থেকো অবসরে চোখের কোনে
যখন দেখবে জ্বল,
বুঝে নিও তোমার সেদিনের প্রমাণ নিজেই দিবে
শুধু ভাষা হারাবে তোমার থাকবে আখি ছলছল।