বন্ধু ঘুমাও তুমি, সুখের বিছানায় আজন্মের ঘুম
নেই কোন পিছু টান, নেই কোন কোলাহল
কে কেমন আছে, নেই কোন চিন্তা চেতনায়
শুধু ঘুমে আছো আন্ধারো ঘরে।
হায় কোথায় তোমার সংসার
কোথায় তোমার রঙ্গিলা বিছানা
আজ সবই পরে রইল এই দুনিয়ায়।
বড় কষ্টের চাদরে মুখটি ঢেকে
নিজ হাতে তোমায় রেখে দিলাম মাটি চাপা দিয়ে।
কি নিষ্ঠুর আমি নিয়তীর কাছে হেরে গেলাম আজ
তাইতো জানালাম বিদায়।
ওগো বন্ধু ক্ষমা করে দিও
রেখনা আর কোন অভিমান
আসলেই কষ্ট হয়,
শেষ দিনেও পারিনি হতে তোমার কষ্টের ভাগিদার।