মাগো তোমায় আমি কি করে ভুলব বল
তুমি যে আমার স্বপ্ন স্বাধনা,
তুমি আমার চলার পথের প্রেরণা
তুমি পথের দিশারী, সামনের দিক নির্দেশনা।
তোমার আলোয় ভুবন আমার আলোকিত জোসনা
তোমার পরশে লুকায়িত দুঃখের মাঝে খুজে পাই বাঁচার প্রেরণা।
তোমার দশ মাসের কষ্টের ফসল আমার সুন্দর জীবন
তাইতো মাগো তোমার চরণে হাজারো চুম্বুন।
এত বড় তোমার মন
কে দিল মাগো তোমায় এমন বিশালতা
কে দিল তোমায় এমন ধর্য্য
লক্ষ কুটি সেলুট সেই সৃষ্টি কারিগরকে,
যার অনুদানে তোমার গর্ভে আমার মত পাপিষ্ঠ সন্তান।
না পারিলাম দিতে তোমায় সুখ
না পারিলাম নিতে কোন খোঁজ
তবুও তোমার নেই কোন অভিযোগ
শুধুই দোঁয়া ছেলে যেন থাকে দুধে ভাতে
আর বিধি ছেলের যত কষ্ট দিও আমাকে
তবুও কষ্ট যেন পায়না ছেলে।
আহা কি মায়া তোমার মাগো
তুমি যেওনাকো চলে
ও বিধি হাজার বছর ধরে রেখ আমার মাকে।