তোমার চলার পথে বাঁধার প্রাচীর আর গড়বনা
সামনে এগিয়ে যাও, আগামীর শুভকামনা
পুরোনো ইতিহাস সেতো পিছনেই পরে থাক
ওগুলো নিয়ে আর ভেবনা।
যায় দিন যায় চলে যায় কেউ মনে রাখেনা
সুখের স্মৃতি মনে থাকেনা
শুধু মনে থাকে দু-একটি দুখের বেদনা।
ওগুলো নিয়ে আর ভেবনা।
তুমি ভাল মেয়ে ছলনায় বোঝনা
বোঝনা কোন কোলাহল
নিজের দোষ লুকিয়ে রেখে
শুধু বোঝ কিভাবে দিতে হবে বাঁশ
যাক ওসব কথা
ওগুলো নিয়ে আর ভেবনা।
হয়তো আমি তোমার বেমানান চলাফেরা
মেনে নিতে পারিনা
কেউতো একজন আছে সে পারবে
তাকে নিয়ে কর তুমি স্বর্গ রচনা
ওগুলো নিয়ে আর ভেবনা।
দেখি তোমার দিন কেমন যায়
চোখে জল আর আনিয়ওনা
যা ছিল মুছে দাও পূর্বের পাতা
নয়তো ছুরে ফেলো
তবুও ওগুলো নিয়ে আর ভেবনা।
সুখী হও দেখতে চাই
তোমার সুখের সীমানা
ভাববো আমি তোমার যোগ্য না,
যাই হোক অনেক কথাই বলে ফেললাম
ওগুলো নিয়ে আর ভেবনা।