শূন্যে ছিল মন, নির্জনের আকাশে,
প্রিয়া আমার ছিল সেখানে আবদারের মতো সবাশেষ।
হৃদয়ের ভালোবাসা থেমে গেল কোথাও,
অভিমানে লুকিয়ে গেল প্রিয়া হৃদয়বিষেষে।


চাঁদের মত সুন্দর ছিল সে আমার জীবন,
তার প্রেমের আলোয় মেঘের কার্পটে মন।
বাঁচিয়ে রাখতে চাইলাম তাকে সব আশা,
কিন্তু তার চোখের ময়ূরে জলের বিনা দরিদ্রতা।


অভিমানে লক্ষ্য করে তাকে বন্ধুর মতো,
সব প্রাণ হারিয়ে দিলাম আর্দ্র মানুষপশু।
কিন্তু চলে গেল সে প্রিয়া অভিমান নিয়ে,
ছিটিয়ে ফেলেছে এ হৃদয়ের আগুন ধাঁধানে।


এখন মন হলো শূন্য, চাঁদের আলো মাঝে নাই,
আশা মৃত্যুর মতো, ছিলে না কিছুই এখানে।
অভিমানে চলে গেল প্রিয়া একা,
অন্ধকার দিল তাকে, সে হৃদয়ের বিষাক্ত প্রেতা।