আমার সকল আশার আলো একদিন তুমি ছিলে
সেই তুমি আজ কেন এত পাষান হয়ে গেলে
কি ক্ষতি করেছি তোমার আমি,
নাকি বেশি ভালবেসে আজ আমি অপরাধী ।
আসলে তোমরা, মেয়েরা সব পার
গত কাল আমার ছিলে, অথচ আজ পর মানুষের হয়ে গেছো
যাকে নিয়ে তোমার জীবন সাজাতে চেয়েছিলে
আজ এত সহেজই তাকে কি করে ভুলে গেলে
এটা আমার মনে খুব বড় একটা প্রশ্ন
যদি কোনদিন একটি বারের জন্য আমি তোমার দেখা পাই
সেদিন এই প্রশ্ন তোমায় করব এটা আমার বড় আশা
আসলে তোমার সব কিছুই কি মিশেমিশি ছিল
নাকি অনেকটাই বাধ্য হয়ে আমায় ছেড়ে গেছো
ওগো আজ আমি বড় অসহায়
তুমি তো তোমার সুখ খুজে নিলে
কিন্ত আমি কি করে থাকব, কাকে নিয়ে বাঁচব
সেটা কি তোমায় একটি বারের জন্য ও মনে হয় না।
নাকি পিছনের সব কিছুই স্মৃতির ফ্রেমে বন্দি করে রেখেছ
বড্ড জানতে ইচ্ছে হয়।
কত স্বপ্ন আমায় দেখিয়েছিলে
আমার চলার পথে প্রেরণা জুগিয়েছিলে।
তোমার দেখানো পথেই আমি আজোও চলি
কিন্তুু তুমিইতো পথ হারিয়ে ফেললে
এটা কি করে সম্ভব, আমি মেনে নিতি পারিনা
আগে বুঝিনি নিষ্ঠুর তুমি, আমায় এমন করে হারিয়ে দিবে
আমি বুঝিনি কষ্টের বাঁধ ভাঙ্গা ঢেউ আমায় এমন করে সাগরের গভীর জলে ভেসে নিয়ে যাবে
তাহলে অনেক আগেই নিজেই হারিয়ে যেতাম তোমার সীমানা থেকে
ছলনাময়ী তোমায় অভিসাপ দিবনা।
সুখী হও
সুখ তোমার শাড়ির আঁচল হোক।
আর কষ্ট গুলো আমার গায়ের চাদর হয়ে থাক
তাও মেনে নিতে পারব,
কিন্তু তুমি আমায় ভেবে কাঁদবে এটা আমার অনেক কষ্টের হবে।
ওগো আমায় ভেবে কখনো কেঁদনা
আমিতো মরে গেছি
মরা মানুষের দেহে প্রাণ থাকেনা।