মন পুড়ে যায় আজ বড় বেদনায়
দুঃখের স্মৃতি জুমে আছে মনের আঙ্গিনায়
তবুও মন তোমায় কাছে চায়।
তুমি চলে গেছো দুর সীমানায়
বাঁধার প্রাচীর দুজনার মাঝে আজ বড় ব্যবধান
তবুও আমি বলছি
মন তোমাকেই কাছে চায়।
লাভ নেই পর আশ্রয়ে আজ তোমার বসবাস
শুধু স্মৃতি গুলো রেখে গেলে আমার ঠিকানায়।
একদিন তুমি খুব বড় করেই স্বপ্ন দেখিয়েছিলে আমায়
বাস্তবতাটাকে বুঝাতে চেয়েছিলে বার বার
কি লাভ হলো আমার
আজও আছি আমি তোমার প্রতিক্ষায়
মাঝে মাঝে বড় কষ্ট হয়
আর অদেখা আগুনের খরতাপে মন পুড়ে যায় বড় বেদনায়
আবার খানিক পরেই হয়তো
চোখের সাগরের ফোটা ফোটা নোনাজলে
নিভে যায় আগুনের খরতাপ।
আবার কিছুটা সময় হয়তো কেটে যায়
তোমার স্মৃতির খেলায়।
তুমিতো সুখী মানুষ
সুখ তোমার আঙ্গিনায়
আর যত সব নিষ্ঠুর খেলা নিয়তী বোধয় খেলে গেলো আমায়
এ কি মেনে নেওয়া যায়
যত বার ভুলে যেতে চায়
স্মৃতির অনলে বার বার মন পুড়ে যায়।