তুমি আমার চলার পথে আলো হয়ে এসেছিলে
ভাবতেই পারিনি অন্ধকারে হারিয়ে যাবে।
তুমি আমার সুখের ঘরে আলো জ্বালিয়েছিলে
ক্ষনিকের জন্য
বুঝে উঠার আগেই তা নিভিয়ে দিলে
কি সুখ তুমি পেলে।
অধ্যবধি নিশিদিন তোমায় খুজি
তবু তোমায় দেখিনা।
এ যে কত যন্ত্রনা তা তোমায় বুঝাব কেমনি,
তুমিতো খুজে নিলে সুখ ওহে রমনী
আমার মনের মন্দিরে তোমায় রেখেছিলাম তুমিতো বোঝনি।
আমি আজও নিশ্বেষ প্রাণ নিয়ে বসে আছি তুমি আসবে কি?
বিশ্বাসী নই আমি, আসলে সুখী হয়েছো কি?
নাকি আজো তুমি আগের মতনই
ভুল পথে আর হাটিওনা তুমি
সুখ যদি পেতে চাও
সব দ্বীধা দন্ড ভুলে  বেরিয়ে পর সুখের সন্ধানে।
আমার চিন্তাটা ভুল হতেই পারে
রাগ করছো কেন, সব কিছুইতো বলছি অনুমানে।
তুমি সুখী হও আজ সুখ তোমারী
আমিতো নষ্ট মানুষ, নষ্ট হয়েই গেছি
অযথা কেন মনকে রাখবে করে দুই দুয়ারী।