কেন যে নষ্ট করেছিলাম সময়গুলো অকারনে
আজ বুঝি জীবনের যত কষ্ট আমার
তুমিই ছিলে এর সব কিছুর মুলে
কথা দিয়েছিলে আসবে ফিরে কোন এক বিকেলে
আজও পথ চেয়ে বসে আছি।
শুধু বিকেল নয় রাত্রি অব্দি পরের সকালেও
কই নিষ্ঠুর তুমি আসলেনা ফিরে
তবে কেন আমার মনটাকে আশায় বেঁধেছিলে।
কি যে পাওনি আমার মাঝে
আজও আমি সেই প্রশ্নই খুজে ফিরি বার বার চলার পথে
এভাবেতো চাইনি আমি জীবনটাকে।
কত স্বপ্ন দেখেছিলাম আগামীর সুন্দর পৃথিবীটাকে দেখব বলে
কত স্বপ্নের বীজ বুনেছিলাম আগামীর পথে
তাওতো কল্পনাতেই থেকে গেলো দেখা হলোনা বাস্তবে।
আসলে জীবন আমার নষ্টের দ্বারপ্রান্তে।
তুমি আর যাই বল আমিতো বুঝি
বিনা দোষে ভসিয়ে গেলে গভীর সাগরের জলে।
যেখানে শুধু নিরবতায় রক্ষা করে গেলাম
শত চেষ্টাতেও ভিরাতে পারিনি তরী কোন কিনারে।
তুমি যে কেমন মানুষ বড় প্রশ্ন জাগে আমার মনে
নিজের সুখের কারনে ভালবাসাকে ছুড়ে দিলে।
একটি বার ও ভাবলেনা
যার সাথে জড়িয়ে আছে হাজারো স্মৃতির মেলা
আজো আমি ভাবি কি করে খেললে তুমি
আমার সাথে এমন নিঠুর খেলা।