বাংলা আমার প্রাণের সুর
বাংলা আমার জীবন,
বাংলা আমার অহঙ্কার
বাংলা আমার মরন।
এমন মধুর দেশটি কোথাও
পাবে নাকো ভাই।
এই দেশেতে জন্ম নিয়ে
ধন্য হলাম তাই।
সোনার চেয়ে খাঁটি ও ভাই
আমার দেশের মাটি,
এই মাটিতেই লুকিয়ে আছে
লক্ষ বীর সেনাপতি।
ও ভাই
এদের মত বীর সেনা আর কোথাও নাই
এরাই আমায় দিয়ে গেছে মাথা গোজার ঠাঁই।