আমায় ছেড়ে কত দুরে আছো কেবা জানে
আজ বড় অশান্তির ছায়া নামে
হৃদয়ে রক্তক্ষরণ হয়
মাঝে মাঝে উদাসী মনটাকে নানান ভাবনা ঘিরে ফেলে
সভ্যতার প্রাচীর ভেদ করে তোমায় ছিনিয়ে আনতে মন চায়
আবার ভাবি কি হবে তাতে, যাকে ভাববারই অধিকার হারালাম
যে ছলনা করে মাঝ পথে ছুড়ে ফেলে দিল
অপার সম্ভবনার পথকে নষ্ট করে দিল
মনের দুয়ারে কড়া নেড়ে
আশার বত্যয় ঘটাল,
সে আর যাই হোক ভাল মানুষ হতে পারে না।
তুমি কি সুখী মানুষ ?
খুব করে জানতে ইচ্ছে করে
আসলে সুখ কি, তুমি জানো
বড় করে তোমায় বলতে ইচ্ছে করে।
তোমার মোহ তোমায় নষ্ট করে দিল
তোমার আশা, তোমার স্বপ্ন, দেখ সব একদিন হারাবে
ভাবনার অথৈয় সাগরে তুমিও হাবুডুবু খাবে
অভিশাপ নয়,এটাই বাস্তব
আমি কাঁদব আর তুমি কাঁদবেনা তা কি হয়!
কান্নার নোনা জল তোমার চোখের কোণে লেগে থাকবে
সে দিন বুঝবে
অন্যকে কাঁদানোর জ্বালাটা কি?
আমার জীবনের চলার পথটাই নষ্ট করে দিলে
আমি মানতেই পারছিনা।
এও কি সম্ভব
যে কিনা একদিন আমায় না দেখলে পাগল হয়ে যেত
সে আজ আমায় চিনতে পারেনা।
এ কেমন পৃথিবী
তারচেয়ে ভাবনায় পরে যাই,
নিষ্ঠুর পৃথিবীর মায়াবী মানুষ গুলোকে নিয়ে,
এত স্বার্থপর কি করে হতে পারে।
তুমি সুখী হও অভিশাপ দিবনা।
সুখ যদি না পাও , তাতেই কিন্তু বাড়বে আমার বেদনা।
প্লিজ কাউকে আপনা না করলেও করনা ছলনা।