রাতের পর রাত তোমার আশায় থাকি
তুমি সত‌্যিই বড় আহল্লাদি
ওগো আমার শাপলাবতী।
বড় আদরেই তোমার নামটি ধরে ডাকি
তুমিতো না বুঝেই শুধু করো পাগলামী।
আসলে তুমি এমন কেন বলতো
কেনো করো এত বাড়াবাড়ি
আজ ভাগ্য তোমায় নিয়ে গেলো অন্যের বাড়ী।
আর আমি হতভাগা সোহেল রানা তোমার অপেক্ষায় আজো আছি।
চোখের সামনে দিয়ে তোমার অনবরত চলাফেরা
কিভাবে ভুলব তোমায়
আর তুমিই বল এটা কি যায় মেনে নেওয়া।
আমি আজ নিশ্ব, আমি আজ পথহারা
বিপথের স্বপ্ন দিয়েই বুঝি হলো আমার পথ রচনা।
ভুল পথে পা বাড়িয়ে চলা তোমার জন্যে করবনা কোন কামনা।
তুমি সুখী হও ও আমার প্রাণ পাখি শাপলা।