আমার আর কোন চাওয়া নেই
আমার আর কোন পাওয়া নেই
আমার আর কোন আশা নেই
কারন আমি এ দেশ পেয়েছি।
আমি আমার মাত্রিভুমিতে এক মুঠো মাথা গোজার ঠাঁই পেয়েছি
এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে তোমরা বলতে পার?
যাদের ত্যাগের বিনিময়ে আজ এ দেশ পেলাম
আমি সেই বীরযোদ্ধাদের সেলুট করি।
যারা জীবনের শেষ রক্ত দিয়ে
বিশ্বের মানচিত্রে এ দেশেক জায়গা দিয়ে গেছে
আমি তাদের ত্যাগের কাছে মাথা নত করি।
হে আমার বীর হে আমার মুক্তিকামী মুক্তিযোদ্ধারা
আমি তোমাদের সালাম জানায়।
তোমরাতো আমর সকল আশার প্রেরণা
তোমরা ঘুমিয়ে আছো দুর দুরান্তের সীমানায়
ভয় নেই ভুলিনি ভুলবনা
আমরাতো আছি সহযোদ্ধারা
জীবন দিতে হলেও দিব তোমরা ভেবনা।
লাল সবুজের পতাকা তোমাদের ঠিকানা।