নষ্ট জীবন আমার আমি এক নষ্ট মানুষ
বড় নিষ্ঠুর আঘাত তোমার
তাইতো বড় নির্মম পরিহাস ভাগ্যে আমার।
এ কৃতিত্বের জন্য একদিন পাবেই জমানো উপহার তোমার
হয়তো সেদিন থাকবে শুধু ভাবনার অফুরন্ত সীমানা
থাকবেনা সময় পিছনে ফিরে তাকাবার।
আমার কপালে নিয়তীর লিখা
হয়তোবা বড় বড় আঘাত আর শুধু ব্যথা।
তোমার স্বপ্ন, তোমার আশা
পুরুনেই আসুক তোমার সফলতা
শুষ্ক মরুর বুকে এক ফোটা বৃষ্টির মতন,
বলবনা পুড়ুক তোমার চোখের জল।
অন্তত অতটা আজও হয়নি আমার অধঃপতন।
তুমি ভেবনা আমি আর জ্বালাবনা
দেখবে তুমি হয়তো কোন একদিন
হঠাৎ করেই আমি চিরতরে ঘুমাব।
নাইবা মানো
আমি যে কেউ ছিলাম তোমায় সে দিন ভাবাবো।