তুমি কত দুরে আছো
তোমার সীমানার বেষ্টুনী প্রাচীর কি অনেক উঁচু!
যে তুমি আসতেই পারনা
নাকি তোমার নিরবতাই
তোমার আমার মাঝে সীমানার প্রচীর গড়েছে।
আমি ভাবতেই পারিনা
তুমি কি আমায় সত্যিই ভুলে গেলে?
নাকি মনটাকে শিকলে বেঁধে রেখেছো।
তোমার অগুনিত স্মৃতি বারবার আমাকে নারা দেয়
বারবার আমাকে এলোমেলো করে দেয়
তোমার হাজারো কথার ঝুড়ি বারবার কানে ভেসে আসে
আমাকে বারবার আনমনা করে দেয়
তুমি কি জানো আমার খুবই কষ্ট হয়!
আমিতো অপরাধী নই
আমিতো তোমাকে আপন করে পেতে চাইনি
তুমিইতো এ স্বপ্নের  রুপকার।
তবে আমাকে কেন কষ্টের সাগরে ভাসিয়ে গেলে?
বৃষ্টি তুমি অনেক সুখী তাইনা!
অনেক বড় অট্টালিকায় তোমার বসবাস
দুঃখতো দুরের কথা, অফুরন্ত সুখেই তোমার বসবাস
বৃষ্টি আসলে ঠিক কাজটাই করেছো,
আমার কি আছে
তোমায় হয়তো নিঃশ্বার্থ ভালোবাসাই দিতাম
এর বেশি কিছুতো নয়।
আসলে ভালোবাসা দিয়ে জীবনতো আর চলেনা
জীবনতো আর পদ্দ পাতার পানি নয়
জীবন অনেক বড়!
বৃষ্টি কোথায় আছো কত দুরে
আমার এই লেখাগুলো কি তোমার চোখে পড়ে।
তুমি জানো বৃষ্টি তুমি জানো
তোমাকে দেখার বড্ড ইচ্ছে হয়!
মাঝে মাঝে পাগল হয়ে যাই।
পৃথিবীর কোন কিছুর উপর আর আস্তা রাখতে পারিনা।
মানবে কিনা জানিনা
নিথর দেহটাকে সাথী করে
মনটাকে উড়িয়েছি তোমায় খুজিবার টানে
একটি বার দেখব বলে।