বাবা আজ তুমি নেই, নেই তোমার সেই চিরচেনা হাসি
তুমি কেমন করে ভাবছো বাবা আমি ভাল আছি।
আমায় তারিয়ে বেরায় তোমার অযশ্র স্মৃতি,
যে দিকে তাকায় শুধুই তোমায় দেখি
সেই যে গেছো নিভিয়ে দিয়ে মুখের হাসি।


আজো আমি  খুজে ফিরি নানান রংয়ের দিনগুলি
দিন গেলেই দিন ফুরাবে, থাকবে স্মৃতির বাহাদুরী
তোমার কথায় সত্যি হলো
গল্পে গল্পে বেলা গেল, ভোড়ের আগেই শেষ
এই তো মোদের জীবন মরণ কাটেনাকো রেশ।


বুঝতেই দিলেনা পরম যত্নে কেটে গেল বেলা
তুমিও চলে গেল জীবন আজ বড় অচেনা।
হোক খুজব, দুর থেকে দুরে আরো দুর সীমানা
কত আদর যত্নে রেখে দিয়েছি তোমার কথার মালা।


তুমি নেই বিশ্বাসই হয় না
তবু মেনে নিতে হয়
মরণজ্বালা