তুমি কেমন সন্তান জন্ম দিলে মাগো
রেলষ্টেশন তোমার ঠিকানায় রেখে গেলো,
দশ মাস দশ দিন কষ্ট করে না ফোটা মুখে অন্য জুগিয়েছিলে
সন্তান ভুমিষ্ট হওয়ার পরে
নিজে না খেয়ে খাবার সন্তানের মুখে তুলে দিলে
কি লাভ হলো তোমার
আজও পরে আছো রেলষ্টেশনে।
অপেক্ষায় তোমায় সারাবেলা
কখন সন্তান ফিরে
হাত দুখান ধরে নিয়ে যাবে আপন ঘরে।
ছেলে তোমার মোস্ত বড় অফিসার
আর কি তোমায় চেনে
ভেবনা মা জন্ম যখন তোমার পেটে
এমনও সময় আসবেই তোমার কোন একদিনে
সেদিন বুঝবে তোমার ছেলে
মায়ের হাতেই পৃথিবীর আলো
নয়তো জীবন ডুবে যাবে অন্ধকারে।
মাগো জীবন যায় যাবে চলে
আজো বুঝিনা কি করে পাড়লো তোমার ছেলে
ঘরের বাহির করে দিতে।
বড় কস্টে আমার দুচোখের ঘুম কেড়ে নিলে
তোমায় ভাবতে ভাবতে মনে হয় তোমার ঠিকানায় যাই চলে
তোমায় রাখতাম বুকে জড়িয়ে ধরে
আর খুজে দেখতাম কত বড় তোমার সেই পাপিষ্ঠ ছেলে।


(ফেসবুকে দেখলাম ভারতে এক মাকে তার ছেলে রেলষ্টেশনে ফেলে রেখে গেছে খুব কষ্ট হচ্ছিল আমার তাই কবিতাটা লিখলাম)


উৎস্বর্গ আমার সেই মাকে!