বৈশাখ মাসে কতনা কথা যতনে বলেছিলে
হারিয়ে যাবেনা, যদিও আমি হারিয়ে যাই কোনদিনে
কোথায় রাখলে তোমার কথা
সংসার পাতিয়েছো অন্যখানে
আর আমিতো সেই রয়ে গেলাম অচেনা ।
শুধু তুমি নেই
আবার বৈশাখ এলো দিতে যাতনা।
বার বার তোমায় ভাবি
রাত দিন মিলে,
নিঃস্ব আমি কি নিয়ে বাঁচি
হৃদয়ের নিংরানো ভালবাসা
সবইতো ছিল শুধুই তোমায় ঘিরে
বলেছিলে তোমার হাতে জীবন শুপে দিব এই বৈশাখে
হাসি আর গানে মুগ্ধতায় জীবন ভরিয়ে দিবে
এত এত প্রেম, এত ভালোবাসা
ভেবেছিলাম রাখব কেমন করে
যাক হয়তো ভালই হলো তোমার
বছর ঘুরতেই পেলে ফুটফুটে ছোট্র সোনামুনিটাকে
না বুঝেই এত কথা
রাগ করোনা
হয়তো ছাড়িয়ে গেলাম পাগলামীর সীমাটাকে
রাগ করোনা অনেক স্মৃতি জমে আছে ভুলবো কেমন করে!