স্বপ্নের মাঝে তোমায় খুজে ফিরি
তোমায় খুজে ফিরি গভীর নিদ্রাচ্ছন্নতায়
তোমায় খুজে ফিরি অদেখা ভুবনের শেষ সীমানায়।
কোথায় তোমার বসবাস
একবার বলে যাও বাকুল হৃদয় দেখবে তোমার ঠিকানা,
তুমিতো আমাদেরি ছিলে তবে কিসের এত ভয়
দাওনা বাবা, দাওনা গো দেখা
নিদ্রাতে মগ্ন কেন এত বেলা
তুমিতো রোজ সকালেই উঠে পড়তে নামাজ
হাতে থাকতো তজবির আনাগোনা।
এই যে দেখ তোমার নামাজের বিছানা
দেয়ালে টাঙ্গানো তোমার
আর্ট করা কতনা ছবির কারুকার্যতা
মুগ্ধতায় চেয়ে থাকি নির্বাক হয়ে,
বাবা তুমিইতো শিখিয়েছিলে
কাকে বলে মানবতা।
তোমার আদর্শই আমার শেষ আশ্রয়
বিচলিত নই আমি বিচলিত নই
সব বাঁধা ভেঙ্গে দিয়ে আগামীর পথে
সুখটুকু  ছিনে আনবই আমি আনবই।
কত দুরের কথা
তবুও শোনা যায় ফোনে কিংবা মোবাইলে
আর তুমি কেন দাওনা সারা
থেকেও বাড়ীর পাশে ।
নিয়তীর খেলা আসলেই অনেক বড় বড় জ্বালা
এতবার ডাকি তবু তোমার ঘুম ভাঙ্গবেনা জানি
আমিতো তোমার ছেলে তাইতো দিলাম তোমার সাথে আড়ি
তুমি বিশ্বাস নাইবা করো সত্যিই বলছি
স্বপ্নের মাঝে আমি শুধুই তোমায় খুজে ফিরি।