আমার সবগুলো দুঃখ
আমার যত ভালবাসা
আমার জানা অজানা অগুনিত স্বপ্ন
সব তোমার স্মৃতির বিচরন
সহশ্র বার বুঝাতে চেয়েছি
কোন লাভ হয়নি,
বিনিময়ে ফিরিয়ে দিয়েছো বারং বার
আজ কেন মিছে ডাকো
ছুরে ফেলা নংরা আবর্জনাকে।
যার কোন মূল্যই নেই
সে আবার তোমার কোন উপকারে আসবে
অজানাই রয়ে গেল।
আমি কতদিন তোমার দুয়ারে গিয়েছি
না দেখার ভান করে চলে যাও
কম কষ্ট কি হয়েছিল আমার
ভেবে দেখ অনেক বার চেয়েছি তোমায়
দুহাত বাড়িয়ে ক্ষমা চেয়েছি
তবুও দাওনি সারা
সেই থেকে আজ অব্দি জীবনটাকে
সকলেই করে যায় অবহেলা।
সমাজের কাছে আমাকে পাগল বানিয়ে দিয়েছো
নতুন করে আবার কেন কাঁদাতে চাও
দুরে আছো ভাল থেকাে শুভ কামনা।
ফিরে তাকিও না
আমার জীবন আমার মরন
ঠিক শামলে নিব
তুমি আর ছুরে ফেলা আবর্জনাকে উঠাতে চেওনা
তাতেই শান্তি পাব,
এমনি যে ব্যাথা সইয়েছি
আর ব্যাথা দিওনা
বুকের পাঁজর ভেঙ্গে যাবে
তোমার নিজ ইচ্ছাই জীবন সাজিয়ে নাও
আর জীবনের কটা দিন
আমায় বাঁচতে দাও
আর দিওনা যাতনা।


উৎস্বর্গঃ নিলীমা, তোমাকে