যে দিন আমার বন্ধ হবে শ্বাস
মৃত্যুর ডাকে ঢলিয়ে পরব চির নিদ্রায়
উপায় অন্ত থাকবেনা আর
সেদিন আমি হয়ে যাব লাশ।
কত জনই ডাকবে সেদিন নানার আদরের ডাক
শুনবে অগণিত লোক শুধু থাকব আমি নির্বাক
যাদের আদরে আদরে আগলে রাখতাম বারমাস
তারাই আমায় করাবে গোসল
আর কান্নায় হয়ে যাবে পাগল প্রায়।
গোসল শেষে খাটিয়ায় রাখবে আমার লাশ
নিথর দেহে পরে রব
সেদিন থেকে থাকবেনা আর আমার জীবনের কোন ইতিহাস।
খাটিয়ার চারিদিকে পরবে কোরআন
জ্বলবে আগরবাতি, আরো কত সুগন্ধি
খটিয়ার পায়া ধরে কাঁদবে হয়তো আমার সোনামনি
আজন্মের মত বিদায় জানাবে প্রিয়তমা স্ত্রী।
এর পরেই উঠাবে
চার বেহারার পালকী করে আমায় নিয়ে যাওয়ার তারা,
কবরে নামানোর কত ব্যস্ততায় অনেকেই করবে তারাহুরা
যাদের আপন করেছিলাম তারাই
শুয়ে দিবে চির দিনের জন্য কবরের তলদেশে ।
বাঁশ, পাটি দিয়ে দিবে মাটি চাপা
হায়রে জীবন কি হবে
কেউ কোন খবরই রাখলনা।
বিলাশীতার জীবন কতই দেখিয়েছিলাম
দেখিয়েছিলাম কত রঙ্গের খেলা
কি হলো লাভ
সব কিছুই থাকলো পড়ে
শুধু নিভে গেল আমার জীবন মেলা।