সকাল হয়েছে সূর্য পূর্বদিগন্তে
ঝলমলে আলো আর নানান উৎসব চারিদিকে
শুধু তোমরাতো জাগোনা মা
আমি একাই তোমাদের পাশে।
কি করে বলব মাগো জনমের ঘুম কি তোমাদের চোখে
তুমি না হয় অসুস্থ উঠলে দেরিতে, বাবাও কি তাই
আমি আর কতক্ষণ থাকব একা একা
বেলাতো প্রায় দশটা কত খিদে পেটে।
সবাই খাওয়া শেষে ছুটাছুটি করছে ষ্টেশনে
আমার মনে হয় আমায়তো দেখবে না কেউ তোমাদের অবর্তমানে।
আর কতক্ষণ থাকব উঠনা মা, উঠনা বাবা
আমার যে আর মানছেনা খিদে।
কতজন আসে যায় তোমাদের দেখে
কেউতো বোঝেনা
আমি আজ এতিম, কত ব্যেথা বুকে।
হায়রে স্বার্থপর পৃথিবী কেউতো বলেওনা
কিরে খোকা পাশের ঘুমন্ত দুটি মানুষ তোমার কে?
ওগো বিধাতা আমি ছোট তাই বলে কি বুঝিনা
মুন্দিরের কথাতো ভুলেই গেলাম হলোনা আর দেখা,
চলন্ত পথেই আমার জীবন থেকে টানলে ইতি বাবা, মার পাতা।
মৃত্যুই অবধারিত থাকবনা আমিও
তাই বলে এভাবে কি কেড়ে নিবে আমার বাবা, মাকে।
বিদ্ধস্ত হৃদয় ক্ষতবিক্ষত মন
অশান্তির ছায়া আমায় এনে দিলে ক্ষতি নেই তাতে
তোমার আর্শিবাদে হয়তো কেটে উঠবই আমি,
কিন্তু আমার পরম আকুতি বিধাতা তোমার প্রতি
করেছ এতিম আমায় নেই তাতে ক্ষতি
পরো জনমে তোমার সুখ আর শান্তির ছোয়া ভরে থাকে যেন
আমার বাবা, মার প্রতি।


(ছোট ছেলেকে নিয়ে মা, বাবা মুন্দিরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় পথিমধ্যে রাত হলে মা,বাবা আর ছোট্ট ছেলেটি পাশের রেলষ্টেশনে রাত্রে ঘুমিয়ে পরে সকালে ছেলেটি উঠে দেখে তার বাবা, মা আর ঘুম থেকে উঠছেনা লোকজন এসে দেখে ছেলেটির মা, বাবা মারা গেছে। ফেসবুকে এই ঘটনাটা পরে খুব কষ্ট লগছিল তাই কবিতাটা লিখলাম)
উৎসর্গঃ সেই ছোট্ট ভাইটাকে।