কষ্টের সীমানায় তুমি ছিলে
ছিলে তুমি হৃদয়ের আঙ্গিনায়
দেখালে বেশ ভাল অভিনয়
দাড়িয়ে জীবনের শেষ সন্ধিক্ষণে।
কি ভুল ছিল আমার
ধরিয়ে দিলেনা জীবনে,
না হয় হারাতে তুমি, কি ক্ষতি হতো
বলে গেলেই পারতে।
বাঁধা দিব ভাবলে কেমন করে
অযথাই কাঁদালে বছরের পর বছর ধরে,
নাইবা নিলে খবর
তুমি যে সুখে আছো, একটুতো জানাতে।
নাইবা পেলাম তোমায়, কষ্ট কি তাতে
অনঅভিজ্ঞ প্রেম আমার
জমাতে পারিনি ভালবাসা
সব কিছুই ছিল ছলনাতে।
প্রতিশোধ কার নিব
যে যাবার সেতো চলে গেছে
ইচ্ছে থেকেও পারিনি কিছুই করতে
এর কারণ কি যানো
কষ্টের সীমানায় তুমি ছিলে।