তোমার অনুেপ্ররণায় ছিল আমার পথচলা
সেই তুমি আজ অনেক দুরে
হয়ে গেছো অচেনা।
বকুলের গন্ধ তোমার অনেক প্রিয়
আজো মনে পরে হায়রে তোমার জেদ
প্রায় পাঁচ কিলো পথ পারি দিয়ে এনেছিলাম মালা।
বড্ড জানতে ইচ্ছে হয়
আজো কি তোমায় টানে বকুল ফুলের গন্ধ,
নাকি সংসার ব্যস্ততায় সবই হারিয়েছ আনমনে।
ওগো তোমার কতনা বেদনায় হাসিমুখে সয়েছিলাম
আমার মত করে আজোকি
কাউকে বেদনা দিতে পেরেছ?
সেই সব দিনের কথা খুব বেশি জানতে ইচ্ছে হয়
যেদিন তুমি আমি দুজন দুজনার ছিলাম
দিনগুলি কতনা মধুর ছিল।
জোসনার আলোয় তোমার হাতের পরশ
আরো অনেক বেশি ভাবিয়ে তোলে আমায়
কি তোমার চাহনি
চোখে টলমলো পানির ছাপ
আর হাজারো কথার মালা।
কতদিন বলতে যতদ্রুত সম্ভব কিছু একটা করো
মা-বাবার অনেক তারা
অনেক ঘর আসছে,
মাত্র কটা দিন সময় আমার চাওয়ার ছিল
কি বলব সময়তো দুরের কথা
ভালো ছেলে দেখে পাতলে ঘর দুর প্রবাসের জালে।
এখন কাঁদো কেন?
দেখ ঘমটা তুলে ভালবাসা কারে বলে
তোমার অপেক্ষায় আজো দিনগুলো আমার যাচ্ছে কোনহালে
হয়তো অর্থকরি নেই আমায়
তাই বলে ভালবাসবনা একি হয়!
ভালবাসায় কমতি নেই
যদি আসতে চাও চলে এসো নিদ্বিধায়
ফেরাবনা বরণ করে নিব ভালবাসায়।