তোমার ভাবনায় হয়তো নেই আজ আমার ঠিকানা
তাইতো বহুদিন হলো কোন চিঠিও আর আসেনা।
দুর দুরান্তের পথের মাঝে বিরামহীন আমার পথচলায়
আজ ছড়াবে কি আলো বরং তুমিই হলে বাঁধা।
সামনে বাড়াব কি পা পিছনেই দিচ্ছে তারা
অগুনিত দিন হায়রে হায় তোমায় নিয়ে পথচলা।
সবই ভুলে গেলে এত কিছুর কি কোনই দাম নেই
সব কিছুই কি তোমার নিছক ছেলেখেলা।
ছি তুমি এমন মেয়ে কখনো ভাবিনি দিতে পারো এমন অবহেলা
কি পেয়েছো তুমি অন্ধের মত পথচলায়।
প্রশ্নের পর পশ্ন বার বার ছুরে মারা
এ আর নতুন কি এমন স্বভাবটাই তোমার
আসলে তুমি কারো আপন হতে পারোনা।
যেখানে যাবে যাও তার আগে বুঝে নিও
কি আসলে ভালবাসা
বিবেক বুদ্ধি দিয়ে সামনের বাড়িও পা
যা কিছুই করো হৃদয় কিন্তু তোমার বিবেকের আয়না
আর মনে রেখ লাভক্ষতির হিসেব কষে কখনো ভালবাসা হয়না।