তোমায় পাবার আকুতি মোর হৃদয়ে সারাক্ষণ আনচান করে
তুমিতো বোঝনা শুধুই ঘুরে ফিরো দুর বহুদুরে।
বলিনি যা বলতে চাই তোমার দেখা পেলে
অভিমান সরিয়ে সব ভুল ভেঙ্গে
আরেক বার দেখা দাও জীবনের তরে।
স্বাধের আয়নায় দেখব মুখ, রং বেরংয়ের কল্পনা এেঁকে
নষ্ট করোনা আমায় আশাহত করে,
অনুরোধ তোমায় জোড় আকুতির স্বরে
একটি বার দেখা দাও জীবনের তরে।
যতটুকু অধিকার ছিল মোর অন্যের তরে
তার একটু বেশি ছিল তোমার জীবন জুরে
এমন বিশ্বাস তুমি এক নিমিশেই নষ্ট করে দিলে।
কিবা আছে কিবা চাও তাওতো বুঝিনা
তোমার চাওয়ার মাঝে
এমন করে কতদিন থাকবে আর ঘুরে ফিরে দুর বহুদুরে।
আমাকে কাঁদাতে গিয়ে লাভ কি হবে
দুমরে মুচরে নিজে নিজে কেঁদে
তার চেয়ে বলি যা হবার তাইতো হবে
অভিমান সরিয়ে সব ভুল ভেঙ্গে
আরেক বার দেখা দাও মোর জীবনের তরে।