তোমায় দেখে আশাগুলো আজ বাঁধল মনে বাসা
ভাবতেই পারিনি জীবনের তরে এমনি আসে ভালবাসা।
ধরা দিয়ে গেল জ্যোৎস্নার আলো অন্ধকার রাতে,
আবেশ জড়িয়েই কেটে গেল রাত কিবা আসে যায় তাতে।
শিতল হাওয়া আর্শিন মাসে
কত পিঠে আর পায়েশের আমেজ নিয়ে আসে,
এমন মধুর দিনগুলির ভাগিদার হতে
ওগো তোমার নিমন্ত্রণ রহিল তাতে।
ও হয়নিতো বলা আরো তিথী আছে
ভাদ্র মাসে তাল পিঠের ধুম পরে যায় গ্রামে,
সেই হরেক রকমের পিঠের কতইনা স্বাদ বার বার টানে
আসছে ভাদ্র মাসে তালপিঠের নিমন্ত্রণও রহিল তোমার কাছে।
ভাল লাগাই হয় ভালবাসা
তাইতো মনের টানেই দিলাম নিমন্ত্রন তোমায়,
ওগো সময় সুযোগ পেলেই তুমি চলে এসো
পদধূলি দিতে আমার বাড়ির আঙ্গিনাতে।
বলব কথা প্রাণ খুলে হয়নি যা বলা
আরো আছে হৃদয় নিংরানো ভালবাসা,
যার দাবিদ্বার শুধুই তুমি একা।
সামনের তিথীগুলোর কোনটাই এসো
যেমন করে ঈদের চাঁদ আকাশে ভাসে,
তোমায় পাই বা না পাই মনটা আমার উঠবেতো নেচে
অনেক সাধনার পরে মাটি যেমন
বৃষ্টির পায় দেখা আষাঢ় শ্রাবণ মাসে।